ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ মুহূর্তে অনেকেই করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে চিন্তিত। সংকটের মাঝেই এই পরীক্ষার সামগ্রী সরবরাহ করবে সাকিব আল হাসানের ফাউন্ডেশন। সাকিব আল হাসান যে নতুন ফাউন্ডেশন গড়েছেন, তার পক্ষ থেকে বৃহস্পতিবার মধ্যরাতে সাকিব নিজেই তা জানিয়েছেন। বাংলাদেশের তারকা এ অলরাউন্ডারের ফাউন্ডেশনের এ কাজে সহায়তা করছে কনফিডেন্স গ্রুপ। তাদের পার্টনারশিপে ২০ লাখ টাকার যোগাড়ও হয়ে গেছে। এই টাকা দিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটে করোনাভাইরাসের টেস্টিং কিটের ব্যবস্থা করবে তারা। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্টিং কিট নিয়ে করোনা মোকাবিলার কথা জানিয়ে সাকিব একটি পোস্টও দিয়েছেন। লিখেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’
আপাতত সাকিব রয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়। যে কারণে অনেকদিন ধরেই তিনি রয়েছেন মাঠের বাইরে। তবে বসে নেই এ তারকা। অবসর সময়গুলো বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে ব্যয় করছেন। সে ধারাবাহিকতায় এবার নিজের নামে গড়া ফাউন্ডেশন ‘কনফিডেন্স গ্রুপ’র সঙ্গে কাজ করছে।
Discussion about this post