ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দূর্ভাগ্য ছাড়া আর কীইবা বলা যায়? তিনি যখন মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই কীনা আক্রান্ত হলেন করোনাভাইরাসে। এ কারণেই ভারতে আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে পারছেন না আফতাব আহমেদ। তাকে নিয়েই ১৪ সদস্যের বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড ঘোষণা করা হয়। কিন্তু ভারতের যাওয়ার ঠিক আগে করোনা আক্রান্ত হন জাতয়ি দলের সাবেক এই অলরাউন্ডার।
তাকে রেখেই এরইমধ্যে ভারতে টুর্নামেন্ট খেলতে গেছে দল। তার আগে আফতাবের বিকল্প হিসেবে নাজিম উদ্দিনকে দলে নেওয়া হয়েছে। ৫ মার্চ থেকে ভারতের রায়পুরের ছত্তিশগড়ে শুরু হবে নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত এই সাবেকদের টুর্নামন্টে।
দু”সংবাদ দিয়ে আফতাব বলেন, ‘দেখুন, ২৫ তারিখে সবার সঙ্গে করোনা পরীক্ষা করিয়েছিলাম। আমার পজেটিভ এসেছে। এখন বাসাতেই কোয়ারেন্টাইনে আছি।’
সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে মাঠে নামবেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা। এই আেরে খেলতে শনিবার দেশ ছেড়েছেন বাংলাদেশ লিজেন্ডস দলের তারকারাও।
ভারতের রায়পুরের শহিদ বীর সিং স্টেডিয়ামে হবে মাঠের লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ ভারত। ৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে, ১০ মার্চ শ্রীলঙ্কা, ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও ১৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
৫ মার্চ শুরু হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামের এই টুর্নামেন্ট। বাংলাদেশ লিজেন্ডস ছাড়াওলেড়বে ইন্ডিয়া লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।
টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
বাংলাদেশ লিজেন্ডস-
মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, মোহাম্মদ নাজিমউদ্দিন, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।
Discussion about this post