• টানা তৃতীয়বারের মতো কনফেডারেশন কাপ জিতেছে ব্রাজিল। এর আগে ২০০৫ সালে আর্জেন্টিনা ও ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ টুর্নামেন্টের শিরোপা জেতে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ১৯৯৭ সালেও শিরোপা জিতেছিল তারা। সর্বোচ্চ চারটি শিরোপা জিতে টুর্নামেন্টে রেকর্ড গড়েছে এবারের আয়োজকরা। ২০০৫ সালে মেক্সিকোর কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারের পর টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে ব্রাজিল।
• ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারার পর মারাকানা স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২৩ ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। এ স্টেডিয়ামে সব মিলিয়ে তারা ২৮টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ২১টিতে জয় পেয়েছে। বাকি ছয় ম্যাচ হয়েছে ড্র। হেরেছে মাত্র একটি।
• ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে বেলো হরিজোন্তে হওয়া কোপা আমেরিকার বাছাই পর্বের হোম ম্যাচে সর্বশেষ পেরুর কাছে হেরেছিল ব্রাজিল। এ হারের পর দেশের বিভিন্ন শহরে ৫৭টি প্রতিযোগিতামূলক হোম ম্যাচ খেলেছে তারা। হারেনি কোনো ম্যাচেই।
• এ ফাইনাল ম্যাচ দিয়ে স্পেনের টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটেছে। এর আগে শেষ লা রোজারা হেরেছিল সুইজারল্যান্ডের বিপক্ষে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১-০ তে হেরে ছিল স্প্যানিশরা।
• ১৯৮৫ সালের এপ্রিলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে হারের পর এটাই স্পেনের সবচেয়ে সব ব্যবধানের হার।
• ১৯৭৫ সালে ফেব্রুয়ারিতে ইউরোপিয়ান বাছাইতে স্পেনের বিপক্ষে প্রথম মিনিটেই গোল করেন স্কটল্যান্ডের জো জর্ডান। এ ঘটনার পর স্পেনের বিপক্ষে সবচেয়ে দ্রুততম গোল করলেন ফ্রেড। এবারের কনফেডারেশন কাপের ফাইনালে এ ব্রাজিলিয়ান প্লেমেকার গোল করেন ম্যাচের দ্বিতীয় মিনিটেই।
Discussion about this post