ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইঙ্গিতটা ছিল আগেই। শেষ পর্যন্ত আবহাওয়াবিদদের কথাই সত্য হলো। ভোর ৬টা থেকে ওয়েলিংটনে শুরু হয় মুষুল ধারার বৃষ্টি। এরপর একটানা চলতে অঝোর ধারা। থামাথামি নেই। এমন কী বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাই টসও হতে পারল না।
বৃষ্টিতে ওয়েলিংটনের মাঠের বেশিরভাগ অংশেই জমে যায় পানি। দুপুরের পর বৃষ্টি থামলেও মাঠ শুকানোর সময় ছিল না। দুপুর ৩টায় মাঠ পরিদর্শন করে দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
বিস্ময়কর হলেও সত্য-আবহাওয়ার হাল দেখে দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদকে অবশ্য চলে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে।
প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে শনিবার বিকেল পর্যন্ত।
এ অবস্থায় শনিবার দ্বিতীয় দিনে তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো। চোটে দু’জনের খেলাই অনিশ্চিত হয়ে আছে।
সিরিজের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
Discussion about this post