ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরো একটা দিন ব্যাট-বলের উত্তেজনা ছাড়াই দিনটা কেটে গেলো নিউজিল্যান্ড-বাংলাদেশের। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত। এদিনও টস করতে না পারলেন না দুই অধিনায়ক। এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলাও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
শনিবার অবশ্য একটানা মুষল ধারার বৃষ্টি দেখা যায়নি। বৃষ্টি থেমেছে বারবারই। আর আম্পায়াররা মাঠ পরিদর্শনও করেছেন।কিন্তু খেলা শুরু করা যায়নি। এর আগে সকালে হোটেলে থাকলেও এরপর মাঠে চলে আসেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
মাঠ পরিচর্যা থাকলেও স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়াররা।
এখন ৫ দিনের টেস্ট তিন দিনের ম্যাচে পরিণত হওয়ায় ফলোঅন নির্ধারিত হবে দেড়শ রানের ব্যবধানে। ওয়েলিংটনের আবহাওয়া জানিয়েছে- রোববার তৃতীয়দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা খুব বেশি কিছু নয়। এদিন ম্যাচের টস হতে পারে!
তিন ম্যাচের সিরিজে এখন ১-০ তে নিউজিল্যান্ড এগিয়ে। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে জিতেছে কিউইরা।
Discussion about this post