কিছুতেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দল ঘোষণা করে ফেলার পরও নতুন এক শঙ্কা দেখা দিল। ক্রিকেট অস্ট্রেলিয়া সবুজ সংকেত দিলেও এবার পিছু টান দিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তারা হুমকি দিয়েছে, দাবি মেনে না নিলে বাংলাদেশ সফরেই আসবে না! ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে অজি ক্রিকেট দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এমন হুমকি দিলেন।
ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমস্যাটা বেশ কিছু দিনের। বেতন-ভাতা, রাজস্বের অংশীদারিত্ব নিয়ে এই বিরোধ। নতুন করে যে নীতিমালা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এ কারণেই অনেক দিন আন্দোলন করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
পুরনো চুক্তির মেয়াদ শেষ হতে বাকী দুই সপ্তাহরও কম। তার মধ্যে নতুন চুক্তি করা না হলে বাংলাদেশ সফরে আসবে না বলে হুমকি দিলেন ওয়ার্নার। নতুন করে চুক্তি না হলে ১ জুলাই থেকে বেকার হবেন অজি ক্রিকেটাররা। এ কারণেই আগামী সফরগুলোতেও না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
ডেভিড ওয়ার্নার জানালেন, ‘আমাদের দাবি বেশ পরিষ্কার, আইসিসির দেওয়া রাজস্বের যে অংশ আগে ক্রিকেটাররা পেতো, তা আমাদের দিতে হবে। শুধু জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সেই অংশটা ঘরোয়া লিগ খেলা ক্রিকেটার এবং নারী ক্রিকেটারদেরও দিতে হবে। তা না হলে চুক্তি করব না আমরা। চুক্তি না করলে বাংলাদেশ সফরে আমরা কেউই যাব না।’
এ অবস্থায় অজি ক্রিকেট কর্তারা ওয়ার্নার আর স্মিথদের মতো কয়েকজন শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে আলাদা চুক্তি করতে চেয়েছে। কিন্তু ওয়ার্নারা আয়ের অংশ অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারদেরই দিতে চাইছেন।
দুই টেস্টের সিরিজে খেলতে বাংলাদেশ সফরে ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলের। প্রথমে ফতুল্লায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ২৭ আগস্ট মিরপুরে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post