অ্যাশেজের পর ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডকে ক্রিকেট শেখাল অস্ট্রেলিয়া। অ্যাশেজ ৫-০ ব্যবধানে জেতার পর তারা এবার জিতে নিল ওয়ানডে সিরিজ। রোববার সিডনিতে তৃতীয় ওয়ানডেতে ফের আরেকটি একপেশে ম্যাচে ইংল্যান্ডকে হেলায় ৭ উইকেটে হারায় অজিরা। ৫০ ওভারে টানাটানি করে ইংল্যান্ড তুলেছিল ৯ উইকেটে ২৪৩ রান। জবাবে ১০ ওভার হাতে রেখেই ৩ উইকেটে ২৪৪ রান করে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত কওে তারা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৪৩/৯, ৫০ ওভার ( কুক ৩৫, বেল ২৯, মরগান ৫৪, ব্রেসনান ৪১*, ব্যালান্স ২৬; নিল ৩/৪৭)।
অস্ট্রেলিয়া: ২৪৪/৩, ৪০ ওভার ( ওয়ার্নার ৭১, মার্শ ৭১*, হাডিন ৩৫*, ক্লার্ক ৩৪; জর্ডান ১/৫৬)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।
Discussion about this post