ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাজে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কারণে সদ্যই নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সে রেশ না কাটতেই আবার রোববার ভোর থেকে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের নামতে হচ্ছে টি-টোয়েন্টি সিরিজে। এ ফরম্যাটের ক্রিকেট দিয়েই ওয়ানডের ব্যর্থতা ভুলতে চায় টিম টাইগার্স। শনিবার এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নতুন মিশনের আগে শনিবার রিয়াদ বলেন, ‘ওয়ানডেতে আমরা আশানুরূপ পারফর্ম করতে পারিনি, এ কারণে আমরা আশাহত। আমরা বিশ্বাস করি- দল হিসেবে সামর্থ্য অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি।’
ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে টি-টোয়েন্টিতে মানসিকভাবে পেছনে বাংলাদেশ। তবে অধিনায়ক হিসেবে রিয়াদ কামনা করছেন, বিগত দিনের ফলাফল প্রভাব ফেলবে না আগামীর পারফরম্যান্সে, ‘আমরা যদি জড়তা কাটিয়ে এবং এই তিন ম্যাচের ফলাফল ভুলে…হ্যাঁ যে ভুলগুলো করেছি সেটা মাথায় রাখতে হবে। কিন্তু ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে।’
Discussion about this post