শেন ওয়াটসনের দারুন এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে অনায়াসে ৪৯ রানে হারাল অস্ট্রেলিয়া। আর জিতে নিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে।
সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে অলআউট হয়ে ২৯৮ রান তুলে অজিরা। জবাবে ৪৮ ওভারে ২৪৯ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস।
ম্যাচে ১৪৩ রান করেন ওয়াটসন। তার ১০৭ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৬টি ছক্কা।
ম্যাচসেরা ওয়াটসনই। সিরিজ সেরা অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৯.১ ওভারে ২৯৮ (হিউজ ২, ফিঞ্চ ২৬, ওয়াটসন ১৪৩, ওয়েড ০, ক্লার্ক ৭৫, বেইলি ৪, ভোগস ৮, ফকনার ১০, জনসন ২, ম্যাকায় ৫, ফাওয়াদ ৪*; স্টোকস ৫/৬১, জর্ডান ৩/৫১, র্যাংকিন ১/২৬, রুট ১/৫৮)
ইংল্যান্ড: ৪৮ ওভারে ২৪৯ (কারবেরি ৩০, পিটারসেন ০, রুট ২১, মর্গান ৩০, রাইট ০, বোপারা ৬২, বাটলার ৪২, স্টোকস ২৭, জর্ডান ১৪, ট্রেডওয়েল ৫*, র্যাংকিন ৪; ফকনার ৩/৩৮, জনসন ২/২১, ভোগস ১/২৫, ফাওয়াদ ১/৫১, ওয়াটসন ১/৫২)
ফল: অস্ট্রেলিয়া ৪৯ রানে জয়ী
ম্যাচসেরা: শেন ওয়াটসন
সিরিজ: ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া ২-১এ জয়ী
সিরিজ সেরা: মাইকেল ক্লার্ক
Discussion about this post