আরও একবার সাকিব আল হাসানকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজগামী দলে নেই এই তারকা অলরাউন্ডার। রোববার রাতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করল বিসিবি।
ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়লেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। দলে ফিরলেন জাকের আলী, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
তবে সাকিবের ক্যারিয়ার শেষ হয়ে গেল কীনা সেটাই এখন প্রশ্ন! ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশ দলে জায়গা হলো না তার। রাজনৈতিক পালাবদলের পর দেশেও ফিরেননি তিনি। এরপর থেকে দলেও জায়গা হারিয়েছেন।
নভেম্বরের ২২ তারিখে অ্যান্টিগায় শুরু সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। এরপরই উইন্ডিজের সঙ্গে ওয়ানডে লড়াই। সেন্ট কিটসে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেস্ট দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন কুমার দাস (উইকেট কিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
Discussion about this post