ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূল পর্বে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে বাংলাদেশ দলের। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জিততে মরিয়া টাইগাররা।
‘বি’ গ্রুপে এক জয় নিয়ে ওমান বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ৬ রানে। পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান তৃতীয়। সুপার টুয়েলভের দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। স্বাগতিক দল হিসেবে ওমান হয়ে উঠতে পারে শক্তিশালী প্রতিপক্ষ। দর্শক সমর্থনও দলটির পক্ষে কথা বলবে। জয়ের ধারায় ফিরতে মাহমুদউল্লাহ রিয়াদের দল তাই মুখিয়ে থাকবে। রান রেটের ব্যবধান কমাতে যথাসম্ভব বড় ব্যবধানের জয়ই পেতে চাইবে বাংলাদেশ।
ওমানের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে বাঁহাতি ওপেনার নাঈম শেখের। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হতে পারে সৌম্য সরকারকে।পরিবর্তন আসতে পারে আরও একটি। পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম, যিনি জাতীয় দলের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় আছেন।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ওমান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
নাঈম শেখ/সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post