বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথে হাটছে বাঙলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাওহিদ হৃদয় আছে বোর্ডের ভাবনায়। তাইতো পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তিনি। চারদিনের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেলেন এনামুল হক বিজয়।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার এই খবর জানাল বিসিবি। এর আগের দিন দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষিত হয়েছে।
২০২৩ সালের মার্চে ওয়ানডে অভিষেক হয় হৃদয়ের। এরপর ৩০ ম্যাচের ২৬ ইনিংসে তার সংগ্রহ ৮৪৮ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯১ ম্যাচে ৪৮ গড়ে তিনি করেন ৩ হাজার ২৪ রান। লাল বলের অধিনায়ক এনামুল হক বিজয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭ ম্যাচে ২৩ সেঞ্চুরিসহ ৪৪.১৮ গড়ে তিনি করেন ৮১৭৪ রান।
৬ আগস্ট পাকিস্তানের পথে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইসলামাবাদে ১০ আগস্ট শুরু প্রথম ৪ দিনের ম্যাচ। ওই মাঠেই ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু প্রথম টেস্ট। করাচিত ৩০ আগস্ট থেকে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই ইসলামাবাদেই ২৩, ২৫ ও ২৭ আগস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ৪ দিনের ম্যাচের দল-
এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় ৪ দিনের ম্যাচের দল
এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের দল
তাওহিদ হৃদয় (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
Discussion about this post