দুঃসংবাদটা বাতাসে উড়ছিল সকাল থেকেই। দুপুর গড়াতেই মিলল সত্যতা। এশিয়া কাপ ক্রিকেটে খেলা হচ্ছে না হাসান মাহমুদের। ইনজুরিতেই সর্বনাশ জাতীয় দলের এই তারকা পেসারের। অথচ চোট কাটিয়ে মাত্রই ফিরেছিলেন দলে। সুখের সময়টা দীর্ঘ হলো না! ফের ইনজুরিতে হাসান মাহমুদ। খেলা হচ্ছে না চলতি মাসে শুরু হওয়া এশিয়া কাপে।
এইতো সেদিন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দেড় বছরের বিরতির পর জাতীয় দলে ফেরেন হাসান। এরপর দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। তার পথ ধরে ছিলেন ১৭ সদস্যের এশিয়া কাপ দলে।
কিন্তু শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। ফিল্ডিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। ডাক্তার জানালেন, এই চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। তার মানে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের।
২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলতে পারবেন না হাসান। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।
Discussion about this post