ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আবারো ওয়ানডে দলে ফিরলেন মুমিনুল হক। শুরুতে এশিয়া কাপের দলে না থাকলেও বৃহস্পতিবার রাতে হঠাৎই ডাক পেলেন তিনি। তাকে নিয়েই রোববার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। তাকে নিয়ে টাইগারদের স্কোয়াড এখন ১৬ জনের।
অবশ্য গতবছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরেও ওয়ানডে দলে রাখ হয়েছিল মুমিনুলকে। কিন্তু মাঠে নামার সুযোগ মিলেনি। এর আগে ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খেলেন তিনি।
নাজমুল হাসান শান্তর ইনজুরিতেই দলে ডাক পেলেন মুমিনুল। আঙুলে চিড় ধরা না পড়লেও শান্ত অনিশ্চিত এশিয়া কাপে। তাইতো ২৬ ওয়ানডে খেলা মুমিনুলের সুযোগ মিলে গেল। একইসঙ্গে দুঃসংবাদ- আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। তাছাড়া সাকিব আল হাসান তো ইনজুরি নিয়েই খেলবেন।
এসব কথা ভেবেই আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত খেলা মুমিনুল ডাক পেলেন দলে।
মাশরাফির দল ঢাকা ছাড়বে ৯ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ। গ্রুপপর্বে টাইগারদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, মুমিনুল হক।
Discussion about this post