বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ওপরই আস্থা রাখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা থাকলেও বাংলাদেশেই হবে এশিয়া কাপ ক্রিকেট।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন এই খবর নিশ্চিত করেছেন। চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে পঞ্চম দল হিসেবে আফগানিস্তানও অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ হবে।
কলোম্বোতে শনিবার এসিসি সভায় বাংলাদেশ থেকে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর এই সিদ্ধান্ত হয়। এসিসি সভায় বাংলাদেশের নিরাপত্তা নিয়েই যে শুধু কথা হয়েছে তা নয়, এর বাইরে টিভি সম্প্রচার নিয়েও কথা হয়েছে। সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এশিয়া কাপের প্রচার স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া।
আফগানিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেলেও এশিয়া কাপের ফিকশ্চার ও গ্র“পিং হয়নি।
দেশের সংহিস রাজনীতির কারনে গুঞ্জন ছিল বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে এশিয়া কাপ। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর সফর থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এরপর ভারত এবং শ্রীলঙ্কা আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করায় গুঞ্জন জোরালো হয় আরো।
শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কাটল।
Discussion about this post