ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু প্রতিবেশি দেশটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। তাই এতোদিন এ টুর্নামেন্টের আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা যাচ্ছিলো। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।
গত সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে তার আগে শাম্মি সিলভা দিলেন গরম খবর, ‘পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজি হয়েছে। আজকে (সোমবার) অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।’
এসএলসির সভাপতি আরও বলেছেন, এখন তাঁরা এ বিষয়ে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন। মহামারির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে এ টুর্নামেন্ট আয়োজন করা যায়, সে পরিকল্পনা করবে এসএলসি।
তবে আবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ কম বা আক্রান্ত কমে আসছে, এমন কোনো জায়গায় টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে এসিসি।
Discussion about this post