২৭ আগষ্ট শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। তার আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে প্রতিটি দলই। এবার ঘোষিত হয়ে গেল আসরের ইংরেজি ধারাভাষ্যের প্যানেল। ১০ জনকে নির্বাচন করা হয়েছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আতহার আলী খান।
ভারত থেকে আছেন পাঁচজন-রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, সঞ্জয় মাঞ্জরেকার ও দীপ দাশগুপ্ত। পাকিস্তান থেকে আছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। শ্রীলঙ্কা থেকে রাসেল আর্নল্ড ও নিউজিল্যান্ড থেকে রয়েছেন স্কট স্টাইরিস।
এশিয়া কাপ শুরু ২৭ আগষ্ট, ফাইনাল ১১ সেপ্টেম্বর। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে এবার এই টুর্নামেন্টের ফরম্যাট টি-টুয়েন্টি। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। দুই গ্রুপের সেরা দুটি করে মোট চারটি দল উঠবে সুপার ফোরে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।
Discussion about this post