স্বপ্নের ফানুস উড়িয়ে এশিয়া কাপ মিশনে গেল বাংলাদেশ ক্রিকেট দল। রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে টাইগাররা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাসকিন আহমেদ বলেন, ফাইনালে খেলতে চান তারা। যদিও কিছুটা শঙ্কার মধ্যেই সাকিব আল হাসানরা দেশ ছাড়লেন।
দলের অন্যতম সেরা ক্রিকেটার লিটন কুমার দাসের অসুস্থ। তাকে ছাড়াই রোববার দুপুর ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় রওনা দিতে পারেননি লিটন। অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন এই ওপেনার। তখন তাকে অসুস্থ মনে হয়নি।
যদিও গণমাধ্যমে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘আজ কেবল জ্বরের প্রথম দিন লিটনের। এখনই কিছু বলা কঠিন। তবে সব পরীক্ষার ফল ভালো। আশা করছি তেমন কিছু হয়নি। একটু ভালো বোধ করলেই রওনা দিয়ে দেবে ও। দলের সঙ্গে একই ফ্লাইটে যাননি তানজিম হাসানও।
এশিয়া কাপের ট্রফি না জিতলেও সাফল্য মন্দ নয় টাইগারদের। ওয়ানডে সংস্করণের সবশেষ এশিয়া কাপে ফাইনালে খেলেছে বাংলাদেশ। সেই দলে না থাকা তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া করবেন যে ভালো করতে পারি।’
ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে তিন বার ফাইনাল খেলেছে বাংলাদেশ।
Discussion about this post