এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর আজ (রোববার) সকালে দেশ ছেড়েছে। বহরে ছিলেন মোট ১৩ জন সদস্য। এর মধ্যে ক্রিকেটার জাকের আলি অনিকও রয়েছেন। সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার আগে তিনি দলের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন।
জাকের আলি জানান, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’
বড় টুর্নামেন্টে চাপ সামলানো নিয়ে তিনি বলেন, ‘সব ম্যাচকেই একই গুরুত্ব দিয়ে খেলতে হবে। বড় টুর্নামেন্ট বা সিরিজ-সবই একই মাইন্ডসেটে খেলতে চাই। আমরা শুধু বেসিকের ওপর ফোকাস করব।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা না থাকার সমালোচনার বিষয়ে জাকের আলি জানান, তাদের লক্ষ্য সমালোচনার জবাব নয়, বরং মাঠে সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। তার বক্তব্যে, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, আমাদের সেরাটা দিয়ে খেলব।’
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, আর বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে দুবাইয়ে।
বাংলাদেশ দল রয়েছে কঠিন ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ।
Discussion about this post