ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের মঞ্চ তৈরিই ছিল পাকিস্তানের। টেস্টের চতুর্থ দিন শেষে রোববার জয়ের সুবাস পাচ্ছিলেন সরফরাজ আহমেদরা। কিন্তু দলটা যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল। মাত্র ১৭৬ রানও তুলতে পারল না। একের পর এক উইকেট হারাল। আর ৪ রানে আবুধাবি টেস্ট হেরে গেল তারা। হারতে থাকা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড।
আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিততে পাকিস্তানের দরকার ছিল মাত্র ১৩৯ রান। হাতে ১০ উইকেট। বড় কোন বিপর্যয় না হলে সাড়ে তিনদিনেই টেস্ট জেতার কথা ছিল তাদের। কিন্তু হাল ছাড়েনি নিউজিল্যান্ড। পরিস্থিতি বুঝে লড়ে গেছে।
তবে চতুর্থ উইকেট জুটি আজহার আলি ও আসাদ শফিক দলটিকে রেখেছিলেন জয়ের পথে। লাঞ্চের আগে তো সবাই ধরেই নিয়েছিলেন সহজেই নিউজিল্যান্ড হারাবে মিকি আর্থারের শিষ্যরা। কিন্তু কে জানতো এরপরই অপেক্ষা করছে এতো নাটক?
লাঞ্চের পর পাকিস্তানের জিততে দরকার ছিল মাত্র ৪৬ রান। হাতে ৬ উইকেট। তখন ব্যাট হাতে আজহার আলি ও বাবর আজম। হঠাৎ করে দু’জনের ভুল বোঝাবুঝিতে রান আউট বাবর। তারপরই এলোমেলো সবকিছু। ভারতীয় বংশোদ্ভূত এজাজ প্যাটেলের বলে সর্বনাশ! ৫৯ রানে ৫ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন ইশ শোধি ও ওয়াগনার।
আজহার আলি (৬৫) লড়লেও লাভ হয়নি। এক প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে সব শেষ। ১৭১ রানে গুটিয়ে যায় সরফরাজ আহমেদের দল। ৪ রানে হেরে বসে পাকিস্তান। এমন ম্যাচ হারতে বুঝি তারাই পারে!
তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৪ নভেম্বর শুরু, দুবাইয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৫৩/১০
পাকিস্তান ১ম ইনিংস: ২২৭/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস ২৪৯/১০
পাকিস্তান: (লক্ষ্য ১৭৬) ৫৮.৪ ওভারে ১৭১/১০ (ইমাম ২৭, হাফিজ ১০, আজহার ৬৫, হারিস ৪, শফিক ৪৫, বাবর ১৩, সরফরাজ ৩, বিলাল ০, ইয়াসির ০, হাসান ০, আব্বাস ০*; এজাজ ৫/৫৯, সোধি ২/৩৭, ওয়াগনার ২/২৭)।
ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: এজাজ প্যাটেল
Discussion about this post