এটাকেই হয়তো বলে শুরুতেই বাজিমাত। এশিয়ান গেমস ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই গতবার রৌপ্য পদক জিতেছিল
বাংলাদেশের মেয়েরা। সেই সাফল্যই স্বপ্ন দেখাচ্ছে দলকে।
দক্ষিণ কোরিয়ার ইনচনের শুরু হতে যাওয়া এবারের গেমসে স্বপ্ন জয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন অধিনায়ক সালমা খাতুন।
এইতো সোমবার মিরপুরে সালমা বললেন, ‘দেখুন গতবারও আমাদের লক্ষ্য ছিল স্বর্ণপদক। কিন্তু একটুর জন্য লক্ষ্য পুরন হয়নি। এবার আমাদের প্রস্তুতি ভালো। আশা করছি স্বর্ণ নিয়ে দেশে ফিরতে পারবো।’
যদিও গেমস ক্রিকেটের সুচী বলছে সেমিফাইনালে দেখা হতে পারে শ্রীলঙ্কার সঙ্গে। তারপরও আশাবাদি সালমা। জানালেন, ‘এইতো টি-টুয়েন্টি বিশ্বকাপে ওদের হারিয়েছি আমরা। এবারো সেই সাফল্যটা ধরে রাখতে চাই।’
দলের শ্রীলঙ্কান কোচ গামাগিও স্বপ্ন দেখাচ্ছেন। বললেন-‘আমরা স্বর্ণ জয়ের চেষ্টা করব। কোরিয়ায় ভালো ক্রিকেট খেলতে হবে। সেই সামর্থ্য মেয়েদের আছে।’
Discussion about this post