সূচি চূড়ান্ত। ১৭ অক্টোবর শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপে। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এখন দেশ ছাড়ার পালা
তার আগে শনিবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ বিশ্বকাপ খেলতে যাওয়া সব ক্রিকেটার।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন সবাই। তারপরই অনুশীলন না করে চলে যান নিজ নিজ বাসায়। দেশ ছাড়ার আগ পর্যন্ত ঘরেই চলবে কোয়ারেন্টাইন প্রক্রিয়া। এরপর রোববার রাত পৌনে এগারটায়
ওমানের উদ্দেশে যাত্রা।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পা দিয়ে ৪ অক্টোবর কোয়ারেন্টাইন পালন করতে হবে মাহমুদউল্লাহদের। এরপর ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় ওমানে অনুশীলন করবেন তারা। ৯ অক্টোবর দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ সেপ্টেম্বর কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলন। ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনে। এরপর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই রিয়াদদের। ম্যাচটি শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের সঙ্গে লড়াই। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।
Discussion about this post