সময় যতো যাচ্ছে রোমাঞ্চ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দ্বিতীয় ধাপে এই টুর্নামেন্টের সঙ্গে যোগ হচ্ছেন আরো কয়েকজন বড় তারকা। শুক্রবার ঢাকায় আসছেন ক্রিস গেইল। চার-ছক্কার ফুলঝুরিতে যিনি এরইমধ্যে বোলারদের আতঙ্ক বনে গেছেন। ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান এবার খেলবেন চিটাগং ভাইকিংসে।
বিপিএলে এর আগেও দেখা গেছে তাকে। তবে আগের তিন পর্বে খেলেছেন- বরিশাল বুলস, বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তিনটি সেঞ্চুরিও আছে গেইলের।
সবকিছু ঠিক থাকলে সামনের রোববার চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নামবেন এই মারকুটে ব্যাটসম্যান। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে রংপুর রাইডার্স।
গেইল বিপিএলের ইতিহাসে ১০টি ম্যাচ খেলেছেন। তার ব্যাটে এসেছে ৫৪১ রান। এক ম্যাচে তার সর্বোচ্চ রান ১১৬। যা কীনা অনেক দিন বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল। যা এবারের আসরে সাব্বির রহমান ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভেঙ্গে দিয়েছেন।
Discussion about this post