আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পর এবার নতুন চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজ। দুবাইয়ের রোদ, মরুর গরম আর প্রতিপক্ষের স্পিন-নির্ভর বোলিং-সবকিছুর মধ্যেই জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ দল।
গতকাল শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল। এই দলে নতুন মুখ হিসেবে এসেছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। আর দীর্ঘদিন পর ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
চোটের কারণে এবার স্কোয়াডে নেই লিটন দাস। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করে নজর কেড়েছেন হাসান মাহমুদ, যিনি ওয়ানডে স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন।
ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যরাও বৃহস্পতিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা তাঁদের সঙ্গে ছিলেন। তবে ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি মোহাম্মদ নাইম শেখ। একই সমস্যায় আছেন টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর। বিসিবির নির্বাচক প্যানেল জানায়, তরুণদের পারফরম্যান্সে তারা আশাবাদী এবং সিরিজটি বিশ্বকাপ-পরবর্তী নতুন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের ওয়ানডে দল-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
Discussion about this post