ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চকর ফাইনালের মধ্যে দিয়ে রোববার শেষ হয়েছে দ্বাদশ বিশ্বকাপ। তার আগে এ টুর্নামেন্টে ব্যাট-বলে ঝড় তুলে অনন্য রেকর্ড গড়েছেন অনেকেই। এক নজরে দেখে নেয়া নেই ২০১৯ বিশ্বকাপের রেকর্ডগুলো…
সবচেয়ে বেশি রান : ৯ ম্যাচে ৮১ গড়ে ৫ সেঞ্চুরিতে রোহিত শর্মা করেছেন সবচেয়ে বেশি ৬৪৮ রান।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে ডেভিড ওয়ার্নার খেলেন ১৬৬ রানের ইনিংস।
সর্বোচ্চ গড়: গড়ে সবার চেয়ে এগিয়ে সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছন বাংলাদেশের এ অলরাউন্ডার।
সর্বোচ্চ সেঞ্চুরি: বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
সর্বোচ্চ হাফসেঞ্চুরি: বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তার ৭টি পঞ্চাশ পেরোনো ইনিংসের ৫টি ছিল হাফসেঞ্চুরি, ২টি সেঞ্চুরি।
সর্বোচ্চ ছয়: বিশ্বকাপের এক আসরে মোট ২২টি ছয় হাঁকিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচেই তিনি হাঁকিয়েছেন ১৭টি ছক্কা, যা বিশ্বরেকর্ড।
সর্বোচ্চ উইকেট: মিচেল স্টার্ক। মোট ২৭টি উইকেট নিয়েছেন অজি পেসার। যা এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড।
সেরা বোলিং: বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
সর্বোচ্চ ডিসমিসাল: ১০ ম্যাচে ১৮টি ক্যাচ ও ২ স্টাম্পিং করে শীর্ষে অস্ট্রেলিয়া উইকেটরক্ষক অ্যান্ড্রু ক্যারি।
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল: আফগানিস্তানের বিপক্ষে মোট ৫টি ডিসমিসাল করেন অ্যান্ড্রু ক্যারি।
সর্বোচ্চ ক্যাচ: সর্বোচ্চ ক্যাচ (১৩) নিয়েছেন ইংল্যান্ডের জো রুট।
সর্বোচ্চ রানের পার্টনারশিপ: ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা বাংলাদেশের বিপক্ষে জুটি বেঁধে করেন ১৯২ রান।
সর্বোচ্চ দলীয় স্কোর: আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রান করেছিল ইংল্যান্ড।
এক ম্যাচে সর্বোচ্চ রান: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলিয়ে ৭১৪ রান তুলেছিল। বিশ্বকাপের ইতিহাসে এটাই এক ম্যাচে সর্বোচ্চ রান।
সর্বোচ্চ রানে জয়: ১৫০ রানে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড।
Discussion about this post