ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম দুই রাউন্ডে তাকে তেমন করে চেনা যায়নি। তবে তৃতীয় রাউন্ডে এসেই ব্যাট হাতে চমক এনামুল হক বিজয়ের। দুর্দান্ত ব্যাটিংয়ে শতরান তুলে নিয়েছেন এই ওপেনার। সঙ্গে তুষার ইমরান তুলে নেন এবারের জাতীয় লিগে নিজের প্রথম ফিফটি। সঙ্গে মোহাম্মদ মিঠুন দেখালেন দৃঢ়তা। তার পথ ধরেই ঢাকার বিপক্ষে বড় সংগ্রহের পথে খুলনা।
শনিবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে প্রথম দিন শেষে খুলনা তুলে ৬ উইকেটে ২৯০। ৩০ রান নিয়ে উইকেটে মেহেদী হাসান মিরাজ। ৪ রানে রোববার নামবেন আব্দুর রাজ্জাক।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় উইকেটে ওপেনার এনামুল ও তুষার ইমরান গড়েন ১৬৬ রানের জুটি। ক্যারিয়ারের ৬০তম ফিফটি তুলে ৫৫ রানে আউট প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমনান
১৯৫ বলে সেঞ্চুরির করেন এনামুল। আহত অবসরে যাওয়ার আগে করেন ২০৫ বলে ১১২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির দেখা পান।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৯১ ওভারে ২৯০/৬ (রবি ১০, এনামুল ১১২ আহত অবসর, মেহেদি ০, তুষার ৫৫, মিঠুন ৪৫, নুরুল ১, জিয়াউর ২৭, মিরাজ ৩০*, রাজ্জাক ৪*; সুমন ১৫-৫-৪১-২, সাকিল১৫-৫-৩৪-১, নাজমুল ২৫-৬-৬৭-০, জুবায়ের ১৩-০-৬৮-০, শুভাগত ৮-৩-২১-০, সাইফ ৫-০-১৭-০, তাইবুর ১০-৩-৪০-২)
##############################
জাতীয় লিগে বল হাতে চমক দেখালেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেকে রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেট নেন রংপুরের এই বোলার। প্রথম স্তরের তৃতীয় রাউন্ডে ম্যাচের প্রথম দিন শনিবার রিশাদের ঘূর্ণিতে ২০১ রানে অলআউট রাজশাহী।
২০ ওভারে ৫০ রানে পাঁচ উইকেট নেন রিশাদ। জবাবে ব্যাট করতে নেমে ৩২ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলেছে রংপুর।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পাঁচ উইকেট নেন রিশাদ। স্বীকৃত যে কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবারের মতো নিয়েছেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১ (মিজানুর ২৪, সাব্বির ৫, জুনায়েদ ৭, শান্ত ৩৪, সাব্বির ৮, ফরহাদ ৬০, সানজামুল ১০, মুক্তার ১৬, শাকির ৮, দেলোয়ার ৭*, তাইজুল ৬; মুকিদুল ১০-১-২৭-০, সাজেদুল ১০-৩-১৫-২, সঞ্জিত ৬-২-২০-০, আরিফুল ৫-২-৯-০, মাহমুদুল ৪-০-২০-০, রিশাদ ২০-৫-৫০-৫, সোহরাওয়ার্দী ৮.৪-০-৩৭-২, তানবীর ৮-০-১৪-০)
রংপুর ১ম ইনিংস: ১৬ ওভারে ৩২/২ (মারুফ ১৯*, মাহমুদুল ২, সোহরাওয়ার্দী ১, নাঈম ৬*; দেলোয়ার ৪-০-১৪-১, তাইজুল ৭-৪-৬-১, সানজামুল ৪-২-৩-০, সাব্বির ১-০-৫-০)
Discussion about this post