ক্রিকবিডি২৪.রিপোর্ট
সময়ের হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাকি আর এক বছর। কিন্তু এখন থেকেই এ টুর্নামেন্টে ভালো করতে পরিকল্পনা আঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে চার্ল ল্যাঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ এবং ড্যানিয়েল ভিট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও।
নতুন করে দায়িত্ব পেয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোমবার সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য একটি দুর্দান্ত দল গঠন করা। এই আসরের জন্য ক্রিকেটার খুঁজে বের করার দিকেই এখন নজর দেওয়া হচ্ছে। যাতে এই ফরম্যাটে উন্নতি করা যায়। এই ফরম্যাটে এখনো খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। এ জন্য আমাদের একটি ভালো দল তৈরি করতে হবে।’
টুয়েন্টি বিশ্বকাপের জন্য খেলোয়াড় এখন থেকেই খুঁজে বের করতে ঘরোয়া লিগে নজর রাখবেন নির্বাচকরা। এ ব্যাপারে নান্নু বলেন, ‘খেলোয়াড় খুঁজে বের করার জন্য আমাদের ঘরোয়া লিগের দিকে আরো বেশি নজর দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব বলে আমার বিশ্বাস।’
নান্নু আরও বলেন, ‘স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। ভালো খেলোয়াড় খুঁজে বের করার জন্য কিছু টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে আমাদের। বিপিএল ছাড়া আমাদের আর কোনো টুর্নামেন্ট নেই। যে কারণে খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যায়।’
চুক্তির মেয়াদ বাড়ানোয় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন নান্নু, ‘লেভেল-৩ কোচ হওয়ার সুবাদে আমি কৌশলগত দিকগুলো বেশ ভালোই জানি। তাই আমার মনে হয় এই ফরম্যাটে ভালো খেলোয়াড়দের খুঁজে বের করতে পারব। আমরা এক বছর সময় পাচ্ছি। সবার সহযোগিতা পেলে আমরা ভালো দল গঠন করতে পারব। এটি আসলে এটি দলবদ্ধ কাজ।’
গেল বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে ভোগাচ্ছে পেস বোলিং। এ বিভাগে উন্নতির জন্য এরইমধ্যে বিসিবি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধান নির্বাচক আশা করছেন আগামী ছয় মাসের মধ্যে পেস বোলিংয়ে ভাল ফল আসবে, ‘আমরা ১৫-১৬ জন তরুণ পেসার পেয়েছি। যারা ঈদের পর থেকে চম্পকা রামনায়েকের অধীনে কাজ করবে। তৃণমূল পর্যায় থেকে আরো কিছু তরুণ ক্রিকেটার খুঁজে বের করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে ভালো ফল পাব। তা ছাড়া প্রায় ৬০ জন ক্রিকেটার আমাদের হাতে রয়েছে। তাদের বিভিন্ন দলে খেলার সুযোগ করে দিয়ে দক্ষতা যাচাই করা যেতে পারে।’
Discussion about this post