ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে আতিথ্য দেয়ার কথা বাংলাদেশের। তবে করোনাভাইরাসের কারণে আদৌও সেটা সম্ভব হবে কি না রয়েছে শঙ্কা। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে, ১ সপ্তাহের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে স্বাস্থ্যবিধি পাঠাতে। তবে টি টোয়েন্টি লিগ সফলভাবে আয়োজন করতে পারলে ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজ আয়োজন সহজ হবে বলে মনে করছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
স্থগিত টেস্ট সিরিজগুলোর পয়েন্ট আইসিসি দু্ই দেশের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিলে দুইশর বেশি পয়েন্ট পেতে পারে বাংলাদেশ। যদিও পয়েন্টের চাইতে টেস্ট খেলার সুযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে চাইছে টিম টাইগার্স।
চলতি মাসে আইসিসির সভা। যেখানে সবচেয়ে বড় এজেন্ডা টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণ। পূর্বসূচী অনুযায়ী আগামী বছর জুনে হবার কথা এ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে করোনা কারনে বিপাকে পরেছে আইসিসি। অনেকগুলো সিরিজ স্থগিত হয়ে গেছে। যা নতুন করে আয়োজন করা কঠিন থেকে এখন প্রায় অসম্ভব।তাই বিকল্প হিসেবে স্থগিত টেস্ট সিরিজগুলোর পয়েন্ট দুদেশের মধ্যে ভাগ করে দেবার সিদ্ধান্ত আসতে পারে আইসিসির সভায়। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ছাড়াও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট সিরিজ থেকে পয়েন্ট পাবে বাংলাদেশ। ৮ ম্যাচে থেকে চ্যাম্পিয়নশিপের হিসেব অনুযায়ী টাইগারদের ঘরে যোগ হবে ২১০ পয়েন্ট। তবে এভাবে পয়েন্ট অর্জনের চাইতে টেস্ট খেলার সুযোগকে বেশি প্রাধান্য দিচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান।
জানুয়ারিতে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজই টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের শেষ সিরিজ। ক্যারিবিয়দের হারাতে পারলে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের তলানি থেকে ওপরে ওঠার। তবে করোনার দ্বিতীয় ধাপ বিবেচনায় বাংলাদেশ সফর করবে তো ওয়েস্ট ইন্ডিজ?
Discussion about this post