বিকেএসপি ৪ নম্বর মাঠে হোঁচট খেলো সাবেক চ্যাম্পিয়নরা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬৬ রানে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে রাফাতুল্লাহ মোহাম্মাদের (১২৮) দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে প্রাইম ব্যাংক। জবাবে নাঈম ইসলামের ৯৫ রানের পরও হার এড়াতে পারেনি তারা। এক ম্যাচ পরই আবার হারল দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৮৪/৬ (মারুফ ১৭, নাহিদল ০, রাফাতুল্লাহ ১২৮, জাকির ২৬, আল আমিন ২২, আসিফ ৪৭, সালমান ৩৩*, আরিফুল ২*; শরিফ ৩/৪২, রাসেল ১/৬০, সাক্সেনা ১/৩৮, মোশাররফ ০/৬৬, মুরাদ ১/৪৯, মাহমুদুল ০/২২)।
রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২১৮/১০ (এজাজ ৪, হাসানুজ্জামান ৮, মাহমুদুল ০, নাঈম ৯৫, সাক্সেনা ০, ইয়াসির ২০, মোশাররফ ৪২, শরিফ ৩৪, শাহিন ৩, রাসেল ৬, মুরাদ ১*; আল আমিন ৫/৪৯, নাহিদুল ২/৩৭, আরিফুল ০/৩০, নাজমুল অপু ২/৩৫, আল আমিন ০/৩৯, রাফাতুল্লাহ ১/২৬)।
ফল: প্রাইম ব্যাংক ৬৬ রানে জয়ী
ম্যাচসেরা: রাফাতুল্লাহ মোহমান্দ
#############
জিততে কলাবাগান ক্রীড়া চক্রের শেষ দুই ওভারে দরকার ১৫ রান। হাতে ১ উইকেট। ঠিক এখানে দাঁড়িয়ে দারুণ লড়লেও শেষ রক্ষা হয়নি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবার ১ রানের অবিশ্বাস্য জয় পেয়ে গেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। শাহরিয়ার নাফীসের ৩৯ ও জাকির আলির অপরাজিত ৩৮ রান করলেও অন্যরা ব্যর্থ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২০২ রানে থামে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ: ৫০ ওভারে ২৮২/৯ (এনামুল ৯৭, জহুরুল ৩, মুমিনুল ২৩, মুনিম ৮, রসুল ৯১, নাদিফ ৪১, আলাউদ্দিন ২, আবু হায়দার ৮, মেহেদি ২, নাঈম জুনিয়র ১*; সাইফ উদ্দিন ৩/৫৬, সুজন ০/৪৯, অনিক ৩/৫৮, আফিফ ১/২২, মনন ২/৫৬, সাকলাইন ০/৩৮)।
আবাহনী: ৪৮.১ ওভারে ২৫৭/১০ (লিটন ৪২, সাইফ ১৬, শান্ত ১৭, মিঠুন ২১, শুভাগত ১৮, আফিফ ৭৬, মনন ১৮, সাইফ উদ্দিন ২৬, সাকলাইন ৪; আবু হায়দার ২/৩৭, আলাউদ্দিন ৩/৪৫, মেহেদি ১/৫৩, হোসাইন ২/৩৮, নাঈম জুনি. ১/২৬, রসুল ১/৪৬, মুমিনুল ০/৯)।
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৫ রানের জয়ী
ম্যাচসেরা: পারভেজ রসুল
###########
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় রথ চলছেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের। শনিবার বিকেএসপির ৩ নস্বর মাঠে আবাহনী লিমিটেডকে ৩৫ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় দলটি। আগে ব্যাট করে এনামুল হক বিজয় (৯৭) ও পারভেজ রসুলের (৯১) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে গাজী। জবাবে ৪৮.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২০২/৯ (ইমতিয়াজ ১১, মজিদ ৬, শাহরিয়ার ৩৯, বিশত ২৩, মার্শাল ৩১, রেজা ১০, জাকের ৩৮*, শরিফউল্লাহ ১৫, সানি ৮, দেলোয়ার ১*; নাহিদ ১/৩০, মুক্তার ১/৩৫, নাবিল ১/৪২, সঞ্জিত ৪/২৮, আশরাফুল ২/৩৪, রকিবুল ০/২০)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.২ ওভারে ২০১/১০ (মেহরাব জুনিয়র ২৯, তাসামুল ৮৯, তুষার ১৭, আশরাফুল ৭, জসিম ১১, মাসাকাদজা ১, মুক্তার ৭, সঞ্জিত ৭, রকিবুল ২, নাবিল ৯*, নাহিদ ১০; রেজা ৩/৩২, শরিফউল্লাহ ৩/৩৬, সানি ২/৩৯, ফেরদৌস ১/৩৯)
ফল: প্রাইম দোলেশ্বর ১ রানে জয়ী
ম্যাচসেরা: শরীফ উল্লাহ
Discussion about this post