দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাশার চেয়েও যেন ভাল খেলছে পাকিস্তান। তাতেই উঠে এল আরো একটা জয়। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। এক ম্যাচ হাতে রেখেই এখন সিরিজ তাদের।
পোর্ট এলিজাবেথে নিজেদের ৫০০তম ওয়ানডে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৫ ওভারে করে ২৬২ রান। সেঞ্চুরি তুলে নেন আহমেদ শেহজাদ। খেলেন ১১২ বল। যাতে ছিল ৮ চার ও দুই ছক্কার সমাহার। ডেল স্টেইন ৩৯ রান দিয়ে নেন ৬ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ২৬১ রান। ১ রানে জিতে যায় পাকিস্তান। অথচ সহজ জয়ের পথে ছিল প্রোটিয়ারা।
হাশিম আমলা ধীর গতিতে খেলে ১৩১ বলে করেন ৯৮ রান।
বৃষ্টির কারনে খেলা দেরিতে শুরু হওয়ায় ৫ ওভার কমিয়ে ৪৫ করা হয়।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৫ ওভারে ২৬২/১০ (শেহজাদ ১০২, মাকসুদ ৪২, উমর ৪২; স্টেইন ৬/৩৯)
দক্ষিণ আফ্রিকা: ৪৫ ওভারে ২৬১/৬ (আমলা ৯৮, ডি কক ৪৭, ডি ভিলিয়ার্স ৭৪; জুনায়েদ ৩/৪২, আফ্রিদি ২/৩৮)
ফল: পাকিস্তান ১ রানে জয়ী
ম্যাচসেরা: আহমেদ শেহজাদ
সিরিজ: পাকিস্তান ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে
Discussion about this post