একেই বলে একেবারে অনায়াস জয়। সোমবার বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিল ভারত। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
যদিও প্রথম টেস্ট বেশ প্রতিদ্ধন্দিতা গড়ে টেস্ট ড্র করেছিল ইংল্যান্ড। কিন্তু এবার পাত্তা পেলো না অ্যালিস্টার কুকের দল। স্পিনেই কাবু তারা। বিরাট কোহলির দল দাপটেই জিতে নিল টেস্ট।
সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, মোহালিতে। টেস্ট সিরিজের পর দল দুটি পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংস: ৪৫৫/১০
ইংল্যান্ড: ১ম ইনিংস: ২৫৫/১০
ভারত: ২য় ইনিংস: ২০৪/১০
ইংল্যান্ড: ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৫) ৯৭.৩ ওভারে ১৫৮/১০ (কুক ৫৪, হামিদ ২৫, রুট ২৫, ডাকেট ০, মইন ২, স্টোকস ৬, বেয়ারস্টো ৩৪*, রশিদ ৪, আনসারি ০, ব্রড ৫, অ্যান্ডারসন ০; সামি ২/৩০, উমেশ ০/৮, অশ্বিন ৩/৫২, জাদেজা ২/৩৫, জয়ন্ত ৩/৩০)।
ফল: ভারত ২৪৬ রানে জয়
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ১-০ তে এগিয়ে
ম্যাচসেরা: বিরাট কোহলি
Discussion about this post