দলকে জেতাতে রীতিমতো রেকর্ড স্পর্শ করে ফেলেন তিনি। ওভারে ৬ ছক্কা! তারপরও অবশ্য কাজ হল না। কিন্তু ঠিকই ইতিহাসের পাতায় উঠে গেল রস হোয়াইটলির নাম। একটি ওয়াইডসহ সেই ওভার থেকে আসে ৩৭ রান।রোববার ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে বিরল এই রেকর্ড গড়েন তিনি। তারপরও অবশ্য ইয়র্কশায়ারের বিপক্ষে অবশ্য জেতাতে পারেননি তার দল উস্টারশায়ারকে। এক ওভারে ৩৭ রানের পরও হোয়াইটলির দল হারে ৩৭ রানে।
হেডিংলিতে ইয়র্কশায়ার প্রথমে ব্যাট করতে নেমে করে ২৩৩ রান। উস্টারশায়ার জবাবে তুলে ১৯৬ রান। ম্যাচে পাঁচ নম্বরে নেমে হোয়াইটলি করেন ২৬ বলে ৬৫ রান। ৮ ছক্কার ইনিংসে এক ওভারে ৬টি ছক্কার বিশ্বরেকর্ড!
ইতিহাস বলছে- স্বীকৃত ক্রিকেটে ওভারে ছয় ছক্কার ষষ্ঠ ঘটনা ঘটালেন হোয়ইটলি। প্রথমটি স্যার গ্যারি সোবার্সের। ১৯৬৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে ক্যারিবিয় কিংবদন্তি ছয় ছক্কা মেরেছিলেন গ্ল্যামরগনের বিপক্ষে। তারপর ১৯৮৫ সালে রঞ্জি ট্রফির ম্যাচে ছয় ছক্কা মারেন রবি শাস্ত্রি।
তারপর এমন ‘দানবীয়’ ব্যাটিং দেখা গেছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের ব্যাটে। সেটা ২০০৭ বিশ্বকাপে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই বছরই টি-টুয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা হাঁকান যুবরাজ সিং। তারপর ২০১৩ সালে ইয়র্কশায়ারের বিপক্ষে ছয়ে ছয় ছক্কা করেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক।
এবার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিংদের নামের পাশে যোগ হল হুইটলির নাম।
Discussion about this post