এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা মিলছে আফগানিস্তানের ক্রিকেটারদের। রীতিমতো নজর কাড়া নৈপুন্য থাকছে রশিদ খান-মোহাম্মদ নবীর। অবশ্য নিলামেই চমক ছিল তাদের। রশিদ খানের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু ৫ কোটি রুপিতে রশিদকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ।
তবে এতো চড়া মূল্যের প্রতিদানটাও দিচ্ছেন এই স্পিনার। ১৯ বছর বয়সী রশিদ একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। ইএসপিএন ক্রিকইনফো তার এখন পর্যন্ত পারফরম্যান্স ও উইকেটপ্রতি অর্থের একটা হিসাব কষে ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে- আইপিএলের ২১তম ম্যাচে এসে ৯ উইকেট নিয়েছেন রশিদ খান। যেখানে তার প্রতি উইকেটের মূল্য আসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা! রীতিমতো বিস্ময়কর!
এ পর্যন্ত ৭ টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৯ টি। সেরা উইকেট শিকারির তালিকায় আছেন পাঁচে।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রশিদের। ২৬টি একদিনের ম্যাচে ৫৩টি ও ২৪ টি-টুয়েন্টি ম্যাচে থেকে নেন ৪০ উইকেট। সময়ের আলোচিত বোলার তিনি।
Discussion about this post