লড়াই জমিয়ে তুলতে এবার প্রতি দলের সেরা একাদশে ৫জন বিদেশী ক্রিকেটার খেলানোর কথা ভাবছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের কর্তা ব্যাক্তিরা। কিন্তু এমন গুঞ্জনে নড়েচড়ে বসলেন ক্রিকেটাররা। দল বেড়ে আটটি হচ্ছে এ কারণ দেখিয়ে একাদশে পাঁচ বিদেশী মানতে নারাজ মাশরাফি বিন মর্তুজারা।
বিপিএল গর্ভনিং কাউন্সিল অবশ্য এনিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে তার আগেই পাঁচ বিদেশি খেলোনোর বিপক্ষে অবস্থান নিয়েছেন মাশরাফি ও তামিম ইকবাল। আগের মতোই প্রতিটি দলের একাদশে চারজন বিদেশি থাকুক চাইছেন তারা। আর সেটা হলে স্থানীয় ক্রিকেটাররা টুর্নামেন্টে নিজেদের বেশি করে মেলে ধরার সুযোগ পাবেন।
এমনিতে প্রতি ম্যাচে প্রতিটি দলের একাদশে ৫ বিদেশি খেলানো হলে জাতীয় দলের ক্রিকেটারদের সমস্যা হবে না। কিন্তু বিপাকে পড়বেন স্থানীয় উদীয়মান ক্রিকেটাররা। তাইতো তামিম বলছিলেন, ‘সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি আর বোর্ড যদি আমার মতামত চায় তবে আমি সরাসরিই জানাবো, আমি এ সিদ্ধান্তের বিপক্ষে। এরইমধ্যে আমার ফ্রাঞ্চাইজিকে পাঁচ বিদেশী খেলানোর বিপক্ষে থাকার কথা বলেছি আমি।’
আগের বিপিএলে ৪ বিদেশী থাকায় বেশ কিছু ক্রিকেটার উঠে এসেছেন। সে কথা মনে করিয়ে দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বলেন, ‘এই টুর্ণামেন্ট স্থানীয় খেলোয়াড় তৈরী করার বড় সুযোগ। আপনারা খেয়াল করলে দেখবেন, আগের চার আসরে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে, তাদের দেশের খেলোয়াড়রা ভালো করেছে।’
ম্যাশ আরো জানালেন, ‘আমরা যদি বিদেশী খেলোয়াড় বাড়াই, তাহলে খেলার জয়-পরাজয় ওদের উপর নির্ভর করবে। বোর্ড আমার কাছে মতামত জানতে চাইলে, আমি বলবো চারজন বিদেশীই খেলানো উচিত।’
সবকিছু ঠিক থাকলে ৪ নভেম্বর শুরু হবে বিপিএলের ৫ম আসরের। ফ্রাঞ্চাইজিরা দল গোছাতে এরইমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে।
Discussion about this post