একজন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক, আরেকজন টেস্টের। এবার ঘরোয়া ক্রিকেটে এই দুই তারকাকে দেখা যাবে একই ক্লাবে। প্রথমবারের মতো ক্লাব ক্রিকেটে একই দলে খেলছেন মাশরাফি বিন মতুর্জা ও মুশফিকুর রহীম। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জায়ান্ট দল লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন দু’জন।
রোববার মিরপুর সিসিডিএম কার্যালয়ে লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করতে গিয়ে মুশফিক বললেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে ঘরোয়া লিগে এবারই প্রথম খেলবো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওনার মতো এতবড় একজন ক্রিকেটারের সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ একটা সুযোগ। আশা করবো এটা যেন স্মরনীয় থাকে। সেভাবেই খেলতে চেস্টা করবো।’
বুধবার টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে মাশরাফি-মুশফিকের রূপগঞ্জ।
গতবার মোহামেডানে খেলা মুশফিক এবার লিজেন্ডসদের হয়ে মাঠ মাতাবেন। কলাবাগান ক্রীড়া চক্র থেকে সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাশ। এছাড়া দলটিতে নাম লিখিয়েছেন মোশাররফ হোসেন রুবেল।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ১২ এপ্রিল। তবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার জন্য লিগ অনেকটাই মিস করবেন মুশি-ম্যাশ।
Discussion about this post