ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফেভারিটদের ফেভারিট হয়েই এসএ গেমস ক্রিকেটে খেলতে গেছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান নেই, সোনার পদকেই চোখ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের। সেই মিশনে দাপুটে পথ চলা শুরু হয়েছে সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তদের। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে ১৭৫ রানের টার্গেটে নেমে মালদ্বীপ অলআউট মাত্র ৬৫ রানে। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম নেন ৫ উইকেট।
তবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখাতে পারলেন না সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তরা। বাঁহাতি স্পিনারতানভীর ইসলামের বোলিংয়েই রক্ষা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ৭.২ ওভারে তুলেন ৫৯ রান। ২৮ বলে নাঈম করেন ৩৮। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-সৌম্য জুটিতে ৩৬ বলে আসে ৫৩ রান। ৩৩ বলে ৪৬ রান করে আউট সৌম্য।
আফিফ হোসেন ৯ বলে ১৬। ইয়াসির আলি চৌধুরীর সাথে শান্তর ১৫ বলে ২৯ রানের জুটি গড়েন। ৩৮ বলে ৪৯ রান করেন শান্ত। ইয়াসির অপরাজিত ১২।
জবাবে নেমে অবশ্য কিছুই করতে পারেনি মালদ্বীপ। এরমধ্যে ৪ ওভারে ৫ উইকেট পেতে তানভীরের দেন ১৯ রান।
শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ ভূটান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৭৪/৪ (নাঈম ৩৮, সৌম্য ৪৬, শান্ত ৪৯, আফিফ ১৬, ইয়াসির ১২*, জাকির ৪*; ইব্রাহিম ৪-০-৩১-১, শাফিগ ৩-০-২৭-০, উমার ৪-০-১২-০, রিজান ১-০-১৬-০, আমিল ১-০-১৭-০, আজিয়ান ৩-০-৩৪-১, মাহফুজ ৪-০-৩২-১)
মালদ্বীপ অনূর্ধ্ব-২৩:: ১৯.২ ওভারে ৬৫ (আহমেদ ১০, আলি ইভান ১২, রিশওয়ান ৫, আজিয়ান ৪, উমার ৯, আজান ৪, ইব্রাহিম ২, আমিল ০, শাফিগ ৭, মাহফুজ ৪, রিজান ৬*; হাসান ২-১-২-০, সুমন ২-০-৫-০, তানভীর ৪-০-১৯-৫, সৌম্য ৩.২-০-১৫-১, মিনহাজুল ৪-০-১৭-২, আফিফ ৪-১-৭-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১০৯ রানে জয়ী।
ম্যাচসেরা: তানভীর ইসলাম।
Discussion about this post