অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। রােববার রাতে সেই আনন্দে উত্তাল হয়ে হয়ে উঠল গোটা পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে জয় সেই উৎসবকে আরো রঙীন করে দিল। এই লাহোরেই ২০০৮ সালে টিম বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ছিল তখনকার শ্রীলঙ্কা দল। সেই দেশটিই আবার সেখানে খেলতে গেল।
অবশ্য ২০০৮ সালের পর থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বয়কট করেছে টেস্ট খেলুড়ে দেশগুলো। এবার শ্রীলঙ্কার গেল। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের হাফসেঞ্চুরিতে ১৮০ রান করে স্বাগতিকরা। ২৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ৪৫ রান আসে ওপেনার উমর আমিনের ব্যাট থেকে। লঙ্কানরা নয় উইকেট হারিয়ে ১৪৪ তুলে।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘দেখুন, যখন আপনি নিজের মাঠে খেলবেন, হোম গ্রাউন্ডে প্রবেশ করবেন আপনি খুবই সুখ অনুভব করবেন এবং আপনি এই অনুভূতি বর্ণনা করতে পারবেন না।’
পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-২০’র প্রথম দুটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। তবে তৃতীয় ও শেষ ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হয়। এই ম্যাচটি লাহোরে খেলায় খুশি মালিক। তিনি বলেন, ‘আমরা সারা বিশ্বের কাছে একটি ভালো বার্তা পাঠিয়েছি, যে টিম সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল তারা এখানে এসেছে এবং এটা ইতিবাচক ব্যাপার। তারা যে ধরনের আতিথেয়তা পেয়েছে তা অসাধারণ। গোটা জাতিকে অভিনন্দন।’
পাকিস্তানিরা আশা করছে এবার তাদের দেশে অন্য টেস্ট খেলুড়ে দেশও সফরে যাবে।
Discussion about this post