কলম্বিয়ার স্বপ্নযাত্রা চলছেই। শনিবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ান উরুগুয়েকেও হারাল তারা। এই জয় দিয়ে কলম্বিয়ানরা উঠে গেল ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। প্রথমবারের এমন সাফল্য পেল তারা।
আসলে জেমস রদ্রিগুয়েজের কাছেই হেরে গেছে উরুগুয়ে। তরুন এই তারকা করেছেন জোড়া গোল। ম্যাচের ফলটাও ২-০!
আগামী শুক্রবার ফোর্তেলেজায় শেষ আটের লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। এবার ৫ বারের চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর পালা।
কামড় কান্ডে লুইস সুয়ারেস ছিলেন না উরুগুয়ে দলে। তাকে ছাড়া অসহায় মনে হল গতবারের সেমিফাইনালিষ্টদের। শনিবার রিও ডি জেনিরোর মারাকানায় রদ্রিগুয়েজ প্রথম নিশানা খুঁজে নেন ২৮ মিনিটে। পরের গোলটি তিনি করেন ৫০ মিনিটে।
৪ ম্যাচে পাঁচ গোল করে এবারের বিশ্বকাপের গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। এই বিশ্বকাপ দিয়েই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রদ্রিগুয়েজ। দলের সেরা তারকা রাদামেল ফ্যালকাওয়ের অভাবটা চোখেই পড়ছে না।
চার গোল করে এরপরই নেইমার এবং লিওনেল মেসি।
Discussion about this post