ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গেই ব্যাট চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তার মধ্যেই উরুতে টান পেয়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাপারটি সে সময় আমলে নেননি তিনি। পরে সেটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এ অলরাউন্ডারের। একই সঙ্গে টিম ম্যানেজমেন্টের। তবে বুধবারেই টাইগার অলরাউন্ডারের স্ক্যান রিপোর্ট দিয়েছে সুখবর। গুরুতর চোটে পড়েননি তিনি। তারপরও আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি টিম বাংলাদেশের।
প্রথম সবাই অনুমান করেছিলেন সাকিবের চোট গ্রেড ওয়ান স্ট্রেইন। সাধারণত বিশ্রামে থাকলে এ চোট ঠিক হয়ে যায়। তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হলে মাঠে নামতে পারতেন কিনা তা নিয়ে ছিল ঢের সংশয়। নির্বাচক হাবিবুল বাশার যেমন বলেন, ‘এ ম্যাচে ওকে পাওয়ার ব্যাপারে সংশয় ছিল। হয়তো ঝুঁকি নেওয়া হতো না। তবে মন্দের ভালো, বৃষ্টির কারণে সাকিবকে নিয়ে আজ আর আমাদের চিন্তা করতে হয়নি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে বাংলাদেশ এখনও সময় পাচ্ছে ৫দিন। তাই কোচ স্টিভ রোডস আশাবাদী ঐ ম্যাচে সাকিব পেতে, ‘সে (সাকিব) দ্রুতই সেরে উঠবে। আমরা খুবই আশাবাদী তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার ব্যাপারে, সংবাদ সম্মেলনে জানান টাইগার কোচ।’
আর যদি নতুন কোন সমস্যায় না পড়েন সাকিব পরের ম্যাচ খেলবেন। এমনটাই জানিয়েছেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘ওকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পরের ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। আগামী বুধ ও বৃহস্পতিবার এমনিতেও সূচিতে দলের কোনো অনুশীলন নেই। শুক্রবারও অনুশীলন ঐচ্ছিক। কাজেই ওকে আলাদা করে বিশ্রাম দেওয়ারও প্রয়োজন নেই। আমাদের ধারণা, ম্যাচের আগে পুরোপুরি অনুশীলন করে ম্যাচে নামতে পারবে সাকিব।’
Discussion about this post