ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে হেসে-খেলে জয়। ব্যাটে-বলে দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অনায়াসেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়েই ৫ উইকেটের জয়ে টাইগাররা এগিয়ে গেল তিন ম্যাচের সিরিজে। ৮৯ বল বাকি রেখেই জয়। হাতে ছিল ৫ উইকেট।
মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ জুটির হাত ধরেই লাল-সবুজের প্রতিনিধিরা রোববার জয়ের বন্দরে নোঙর করল। ৭০ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ২১ বলে ১৪ রানে অন্যপ্রান্তে নটআউট ছিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ জিতে নেয় ৩৫.১ ওভারে। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি টাইগারদের দশম জয়। আর এই জয়ের নায়ক অধিনায়ক মাশরাফি!
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রোববার দিবা-রাত্রির এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৫ রান তুলেওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজে এখন দল এগিয়ে ১-০তে।
ম্যাচে জয়ের নায়ক মাশরাফি বিন মতুর্জা। অধিনায়ক ঠিক সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচটা জয় দিয়েই মনে রাখার মতো করে রাখলেন এই অলরাউন্ডার। মাইলফলকের ম্যাচে মাশরাফি বল হাতে যে দুর্দান্ত বোলিং করে জাগিয়ে দিলেন দলকে। ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেটের শিকার করেন ম্যাশ।
বল হাতে ক্যারিবীয়দের বিপক্ষে সফল আরেক পেসার মুস্তাফিজুর রহমানও। ৩৫ রানে নেন ৩ উইকেট।
ম্যাচে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৮ ওভারে ৩৭ রান যোগ করেন তামিম ইকবাল-লিটন দাস। তামিমের ব্যাটে ১২। তবে লিটন দাস থামেন ৪১ রানে। ইমরুল ৪ রানে ফিরলে অবশ্য চাপে পড়ে দল। কিন্তু মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান এরপর পথ দেখান দলকে। এরমধ্যে সাকিব ৩০ রানে ফিরলেও মুশফিক ছিলেন শেষ অব্দি। ভায়রা ভাই মাহমুদউল্লাহকে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর, এই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেই।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৫/৯ (হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, চেজ ৩২, কিমো পল ৩৬, মিরাজ ১/৩০, সাকিব ১/৩৬, মুস্তাফিজ ৩/৩৫, মাশরাফি ৩/৩০, রুবেল ১/৬১)।
বাংলাদেশ ৩৫.১ওভারে ১৯৬/৫ (তামিম ১২, লিটন ৪১, ইমরুল ৪, মুশফিক ৫৫*, সাকিব ৩০, সৌম্য ১৯, মাহমুদউল্লাহ ১৪* অতিরিক্ত ২১, চেজ ২/৪৭, পাওয়েল ১/৭)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাশরাফি বিন মর্তুজা
Discussion about this post