ক্লান্তি ছুঁয়ে গেলেও কিছুতেই কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না তামিম ইকবাল। এই মৌসুমে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে ডাক পেয়েছেন কিছুদিন আগেই। শেষ পর্যন্ত ঈদের পর ৪ জুলাই ফের ইংল্যান্ডের যাবেন এই ওপেনার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ৯৫ রানের ইনিংসের পরই এসেক্সে থেকে ডাক আসে। এরইমধ্যে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে। বাকী সব আনুষ্ঠানিকতা শেষ হলে এবার কাউন্টিতে দেখা যাবে তামিমকে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ইনিংসে ৭৩.২৫ গড়ে তিনি রান করেন ২৯৩ রান। ইংলিশ কন্ডিশনে বেশ সফল তিনি। তাইতো তাকে দলে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
ন্যাটওয়েস্ট টি-টুয়ন্টি ব্লাস্ট শুরু হচ্ছে আগামী ৭ জুলাই। সেই টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজ।
তামিম অধিনায়ক হিসেবে পাবেন রায়ান টেন ডেসকাটকে।এছাড়া দলে আছেন- অ্যালেস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের।
এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন তামিম।সেই সফরে ৪ ইনিংসে করেন ২৯৩ রান।
Discussion about this post