ঈদের আনন্দ শেষে আবারও ব্যস্ততায় ফিরছে ক্রীড়াঙ্গন। ছুটির আমেজ কাটিয়ে রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা।
ঈদের আগে সর্বশেষ ম্যাচ হয়েছিল ২৫ মার্চ। এখন পর্যন্ত শেষ হয়েছে টুর্নামেন্টের আট রাউন্ড। বাকি আর মাত্র তিন রাউন্ড। পয়েন্ট তালিকায় এখনো পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আবাহনী লিমিটেড। আগামীকাল তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়াবে। লড়বে আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব।
আবাহনী লিমিটেড ৮ ম্যাচে ৭ জয় ও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান সমান ১২ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে গাজী গ্রুপ দুইয়ে।
প্রাইম ব্যাংক (১০ পয়েন্ট) ও অগ্রণী ব্যাংক (১০ পয়েন্ট) রয়েছে যথাক্রমে চারে ও পাঁচে। ষষ্ঠ স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে লিজেন্ডস অফ রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে—দু’দলেরই পয়েন্ট ৯, তবে রানরেটে এগিয়ে রূপগঞ্জ।
টেবিলের নিচের দিকটা বেশ জটিল। ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব রেলিগেশন এড়াতে লড়ছে। সবশেষে আছে মাত্র ২ পয়েন্ট পাওয়া শাইনপুকুর।
ডিপিএলের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালকে। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন তিনি হৃদরোগে আক্রান্ত হন, এরপর থেকেই মাঠের বাইরে আছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে তাওহীদ হৃদয়কে নতুন অধিনায়ক করা হয়েছে।
ডিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল (৮ রাউন্ড শেষে)
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
---|---|---|---|---|---|
আবাহনী লিমিটেড | ৮ | ৭ | ১ | ১৪ | ১.৩৬০ |
গাজী গ্রুপ ক্রিকেটার্স | ৮ | ৬ | ২ | ১২ | ০.৯৪৯ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ৮ | ৬ | ২ | ১২ | ০.৪৯৩ |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ৮ | ৫ | ৩ | ১০ | ০.৭৩৪ |
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব | ৮ | ৫ | ৩ | ১০ | ০.২৯৩ |
লিজেন্ডস অফ রূপগঞ্জ | ৮ | ৪ | ৩ | ৯ | ১.৮২৭ |
গুলশান ক্রিকেট ক্লাব | ৮ | ৪ | ৩ | ৯ | ০.০৪০ |
ধানমন্ডি স্পোর্টস ক্লাব | ৮ | ৩ | ৫ | ৬ | -০.৬০৯ |
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড | ৮ | ২ | ৫ | ৫ | -০.৯৮১ |
পারটেক্স স্পোর্টিং ক্লাব | ৮ | ২ | ৬ | ৪ | -০.৯৬৮ |
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট | ৮ | ১ | ৬ | ৩ | -১.১৭৩ |
শাইনপুকুর ক্রিকেট ক্লাব | ৮ | ১ | ৭ | ২ | -১.৮৫ |
Discussion about this post