জাতীয় দলে নিজের জায়গাটা যখন নড়বড়ে তখন ফেরার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকেই (বিপিএল) মঞ্চ বানাচ্ছেন তিনি। চলতি বিপিএলে দুর্দান্ত খেলে যাচ্ছেন ইয়াসির আলি রাব্বী। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ শুক্রবার ফের কথা বলল তার ব্যাট।
২৫ বলে ৪১ রান তুললেন দুর্বার রাজশাহীর ইয়াসির। টুর্নামেন্টে এখন অব্দি করেছেন ২১০ রান। যা কীনা টুর্নামেন্টের তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। স্ট্রাইক রেট-১৬১.৫৩।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি ছক্কারও মালিক রাব্বী। যদিও রাজশাহীকে টানা জেতাতে পারছেন না তিনি। সিলেটের মাঠে আজ খুলনার বিপক্ষে আজ অবশ্য দল জিতল ২৮ রানে। ৫ ম্যাচে রাজশাহীর এটি দ্বিতীয় জয়।
অপরাজিত ৯৪ রানের ইনিংস দিয়ে চলতি বিপিএল শুরু হয় এই হার্ড হিটার ব্যাটারের। যদিও সেই লড়াইয়ে ফরচুন বরিশালের কাছে হারে রাজশাহী। দ্বিতীয় ম্যাচে ইয়াসির করেন ২২ রান। এরপর চিটাগং ও বরিশালের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১৬ ও ৩৭ রান।
আর আজ রায়নি বার্লের সঙ্গে ৫১ বলে ৮৮ রানের জুটি গড়েন ইয়াসির। বার্ল তুলেন অপরাজিত ৪৮ রান। রাজশাহী তুলে ১৭৮। এরপর জবাবে নেমে ১৫০ রানে থামে রাজশাহীর সংগ্রহ।
টুর্নামেন্টে এটি খুলনার প্রথম হার। পাঁচ ম্যাচে রাজশাহীর দ্বিতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর-
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৭৮/৫ (হারিস ২৭, জিসান ২৩, এনামুল ৭, মেহরব ৫, ইয়াসির ৪১, বার্ল ৪৮*, আকবর ২১*; নাসুম ৩-০-২০-২, হাসান ৪-০-৩৩-০, ইরশাদ ৪-০-৩৮-০, নাওয়াজ ৩-০-২৭-১, মিরাজ ৩-০-২৬-১, আবু হায়দার ৩-০-৩৩-১।
খুলনা টাইগার্স: ১৯.৩ ওভারে ১৫০/১০ (বসিস্টো ৬, নাঈম ২৪, মিরাজ ১, আফিফ ৩৩, মাহিদুল ১৮, ইমরুল ১৭, আবু হায়দার ৪, নাওয়াজ ৯, নাসুম ১৮, হাসান ৩, ইরশাদ ৫*; জিসান ৪-০-১৮-১, তাসকিন ৩.৩-০-৩০-২, মেহরব ৪-০-২৫-১, সোহাগ ৩-০-২৭-২, মৃত্যুঞ্জয় ২-০-৩১-১, বার্ল ২-০-১৩-২, শফিউল ১-০-৩-১)।
ফল: দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: রায়ার্ন বার্ল।
Discussion about this post