ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৭ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইমার্জিং টিমস এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। পরের বছর এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফের বাংলাদেশে বসবে এই ক্রিকেট লড়াই।
চলতি বছরের ১২ থেকে ২৫ নভেম্বর আট দেশের অংশগ্রহণে ইমার্জিং টিমস এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। গতবার গ্রুপপর্ব হয়েছিল কক্সবাজারে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে ইমার্জিং কাপের জন্য বাংলাদেশ দল গড়া হবে। মিরপুরে শুরু হওয়া ক্যাম্পে যে ২৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছে, তাদের সবার বয়স ২৩ এর মধ্যে।
স্কোয়াডে চারজন ক্রিকেটার রাখা যাবে যাদের বয়স ২৩ পেরিয়েছে। একাদশে খেলানো যাবে তিনজন। হতে পারেন জাতীয় দলের ক্রিকেটারও। এ ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার কায়সার আহমেদ জানান, ‘এইচপি ক্যাম্প নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা সুযোগ পেয়েছেন তাদের টেকনিকে যে সমস্যা আছে বিশেষজ্ঞ কোচদের অধীনে সেটি শুধরে নেয়া, সামনে যে ক্রিকেট মৌসুম আছে সেটির জন্য তৈরি করা। আন্তর্জাতিক ক্রিকেট হোক, ঘরোয়া ক্রিকেট হোক, যত খেলা আছে তার জন্য প্রস্তুত করা। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর পর্যন্ত আমাদের অনুশীলন পর্ব চলবে।
আসছে আগস্টে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলার জন্য শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা আছে এইচপি দলের। লক্ষ্য- ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করা।
ইমার্জিং কাপ হবে ৫০ ওভারের। থাকবে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
Discussion about this post