ফিটনেস সার্টিফিকেট নিয়েই ভারত সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু সফরের শুরুতেই সেই পুরনো চোটে কাবু ইমরুল কায়েস। তাইতো ভারত ‘এ’ দলের বিপক্ষেও ব্যাট করতে নামতে পারলেন না তিনি। সোমবার ম্যাচ চলাকালীন সময়ে ঊরুর পুরনো ব্যথায় মাঠের বাইরে চলে যান এই বাঁহাতি। এ কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা হয়নি। এরপর বিকেলে জানা গেল ইমরুলের ভারত সফর শেষ!
এই ব্যাটসম্যানের বদলি হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে ভারত পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য দিলেন।
নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে দ্রুত রান নিতে গিয়ে বাঁ-পায়ের ঊরুতে ব্যথা পেয়েছিলেন ইমরুল। এ জন্য দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরেন তিনি। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু বিধিবাম! সেই একই চোট ফিরে এলো!
ইমরুল কায়েস দেশে ফেরায় হায়দ্রাবাদ টেস্টে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন সৌম্য সরকার। ভারত ‘এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। বলা দরকার ৯ ফেব্রুয়ারি শুরু হবে ভারত-বাংলাদেশ সেই ঐতিহাসিক টেস্ট।
Discussion about this post