যা একটু টি-টুয়েন্টির ঝড় দেখালেন ইমরান উজ্জামান। তার ব্যাটেই প্রাইম দোলেশ্বর পায় লড়াকু পুঁজি। এরপর রিশাদ হোসেনের ব্যাটে খেলাঘর জয় দেখলেও লাভ হয়নি। শুধু হারের ব্যবধান কমিয়েছেন তিনি। তবে সব মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির এই ম্যাচটি ছিল প্রাণহীন। যেখানে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব জিতল ১৯ রানে।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ ওভারে দোলেশ্বর তুলে ১৪৯ রান। জবাবে নেমে খেলাঘর আটকে যায় ১৩০ রানে। ম্যাচে দোলেশ্বরের ওপেনার ইমরান ৪ ছক্কা ও ৩ চারে ঝড় তুলে করেন ১৭ বলে ৪০। ফজলে মাহমুদের রান ১২ বলে মাত্র ১৪ রান।
সাইফ হাসান ২৮ রান (৩৩)। মার্শাল আইয়ুব ২০ বলে করেন ২১। খালেদ ৪ ওভারে ৩০ রানে নেন ২ উইকেট। মিরাজ ৩ ওভারে ৯ রানে নেন ১ উইকেট। এরপর মেহেদী হাসান মিরাজ ২২ বলে ১৪ রান করেন। ফরহাদ হোসেন ৩৫ বলে ৩৩। সালমান হোসেন ২৭ বলে ১৪ রানে আউট।
নয় নেমে রিশাদ হোসেন ৩ ছক্কায় ১৯ বলে ৩৭ রান তুললেও জেতাতে পারেন নি দলকে। এবারের লিগে দ্বিতীয় ম্যাচে দোলেশ্বরের এটি প্রথম জয়। খেলাঘর হার দেখল প্রথম দুই ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ২০ ওভারে ১৪৯/৬ (ইমরান ৪০, ফজলে মাহমুদ ১৪, সাইফ ২৮, মার্শাল ২১, শামীম ১৬, ফরহাদ রেজা ৯, শরিফউল্লাহ ১৫*, তাইবুর ২*; খালেদ ৪-০-৩০-২, টিপু ৩-০-২৮-০, ইফরান ৪-০-৩৪-১, মাসুম ৪-০-৩২-২, মিরাজ ৩-০-৯-১, রিশাদ ২-০-১৬-০)।
খেলাঘর: ২০ ওভারে ১৩০/১০ (ইমতিয়াজ ৩, সাদিকুর ৬, জহুরুল ১, ফরহাদ হোসেন ৩৩, সালমান ১৪, মিরাজ ১২, মাসুম ২, টিপু ২, রিশাদ ৩৭, ইফরান ৯, খালেদ ০*; ফরহাদ রেজা ৪-০-২৯-১, শরিফউল্লাহ ২-০-৭-১, কামরুল ৪-০-৩৩-২, রেজাউর ৪-০-২২-২, এনামুল জুনিয়র ৪-০-২২-২, তাইবুর ২-০-১২-১)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরান উজ্জামান
Discussion about this post