ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিনেও খেলা হয়নি নির্বিঘ্নে। তারপরও চারদিনের এই ম্যাচে ইনিংস ব্যবধানেই জিতল বরিশাল বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সিলেটকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলক কাপালির দলকে আউট করে ইনিংস ও ১৩ রানে জয় তুলেছে বরিশাল।
রোববার দ্বিতীয় স্তরের ম্যাচে ২ উইকেটে ২৭ রান নিয়ে মাঠে নামে সিলেট। লক্ষ্য ছিল পুরো দিন ব্যাট করা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দলের লড়লেন শুধু জাকের আলী। তরুণ এই কিপার-ব্যাটসম্যান ১১৪ বল খেলে অপরাজিত ৪৫ রানে। অন্যরা প্রতিরোধ গড়তে না পারায় দেখতে হয় বড় হার।
১ম ইনিংসে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা পেসার বরিশালের কামরুল ইসলাম রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৮৬/১০
বরিশাল ১ম ইনিংস: ২৩১/৮ ইনিংস ঘোষণা (শাহরিয়ার ৬৩, রাফসান ৩৩, মাহমুদ ৭০, আশরাফুল ৬, মোসাদ্দেক ৫, নুরুজ্জামান ১, শামসুল ১১*, মনির ২, রাব্বি ১৯, তানভীর ০*; ইমরান ১১-০-৪২-১, রুহেল ১৬-০-৭৩-১, রেজাউর ১৭-৩-৭৪-৩, শাহানুর ৩-২-৯-০, কাপালী ৭-৩-১৫-২, এনামুল জুনিয়র ৪.৩-০-১২-১)
সিলেট ২য় ইনিংস: (আগের দিন ২৭/২) ৬৩.৫ ওভারে ১৩২ (ইমতিয়াজ ৩৫, এনামুল জুনিয়র ১১, জাকির ১১, কাপালী ১৬, জাকের ৪৫*, শাহানুর ০, রেজাউর ০, ইমরান ০, রুহেল ০; রাব্বি ১৮-৪-৩৫-০, নুরুজ্জামান ১২-২-৩২-২, তৌহিদুল ৮-২-১৩-১, তানভীর ১৩-৩-২৯-৪, মনির ১২.৫-৫-২১-৩)
ফল: বরিশাল ইনিংস ও ১৩ রানে জয়ী
ম্যাচসেরা: কামরুল ইসলাম রাব্বি
############
তাইজুলের ৫ উইকেট
বঢ় হাতে যাদু দেখালেন তাইজুল ইসলাম। কিন্তু দলকে জেতাতে পারলেন না। জহুরুল ইসলামের দক্ষতায় ড্র নিয়েই মাঠ ছেড়েছে রাজশাহী। জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে ৭৭ ওভারে ২৯৮ রানের লক্ষ্য পায় রাজশাহী। কিন্তু ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথেই হাঁটে তারাপ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার ৬ উইকেটে ২০৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা অলআউট ২৫৪ রানে। এরপর রাজশাহী ১০৬ রান তুলতে হারায় ৫ উইকেট। জহিরুল অপরাজিত থাকেন ৪০ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৪০/১০
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ১৯৭/১০
ঢাকা বিভাগ ২য় ইনিংস: (আগের দিন ২০৬/৬) ৯৯.২ ওভারে ২৫৪ (তাইবুর ৮৮, সুমন ৯, অপু ৮, শাহাদাত ৮, শাকিল ০*; শফিউল ১৪-২-২১-০, রেজা ১৮-৫-২৯-২, শফিউল ১৮-২-৩১-০, রেজা ২৫-৯-৪১-৩, শফিকুল ১১-০-৩৯-০, তাইজুল ৪১.২-৭-১০৫-৫, অভিষেক ১-০-১০-০, সাব্বির ৩-০-২১-০)
রাজশাহী ২য় ইনিংস: ৬৪ ওভারে ১০৬/৫ (মিজানুর ৬, জহুরুল ৪০*, জুনায়েদ ১১, অভিষেক ১৯, মুশফিক ২১, সাব্বির ০, শাকির ৩*; সুমন ১৫-৪-২১-২, শাহাদাত ৮-১২৩-১, শুভাগত ১৫-৫-২৪-২, শাকিল ৮-৩-১৫-০, নাজমুল ১২-৫-১০-০, তাইবুর ৬-৪-৮-০)
ফল: ড্র
ম্যাচসেরা: তাইবুর রহমান
Discussion about this post