প্রতিরোধ গড়েছিলেন মিসবাহ উল হক এবং আসাদ শফিক। কিন্তু স্রোতের বিপরীতে দাড়িয়ে কতোক্ষণ আর লড়াই করা যায়? পারলেন না তারা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ে ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান।
দুবাইয়ে ১ম ইনিংসে মাত্র ৯৯ রানে অল আউট হয়েই বিপাকে পড়ে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ৫১৭ করলে ইনিংস হারের শংকায় পড়ে তারা। সেটাই শেষ পর্যন্ত হল। শনিবার ইনিংস ও ৯২ রানের বড় ব্যবধানেই হেরে যেতে হয়েছে পাকিস্তানকে। দুবাই টেস্ট হারলেও দুই ম্যাচের সিরিজটা ১-১-এ সমতায় শেষ করতে পেরেছে পাকিস্তান।
তৃতীয় দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে রান ছিল ৪ উইকেটে ১৩২। ৪২ রান নিয়ে মিসবাহ এবং ২৮ নিয়ে সঙ্গে ছিলেন আসাদ শফিক। ৮৮ রানে অধিনায়ক মিসবাহ ফিরে গেলে পাকিস্তানের সে সম্ভাবনা শেষ হয়ে যায়। তার আগে আসাদ শফিককে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১৯৭ রান তোলেন পাকিস্তান অধিনায়ক। আসাদ ১৩০ রান করে আউট হয়েছেন জেপি ডুমিনির বলে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১ম ইনিংস ৯৯/১০ এবং ২য় ইনিংস : ৩২৬/৯ (আজহার ১৯, ইউনুস ৩৬, মিসবাহ ৮৮, আসাদ ১৩০; ডুমিনি ৩/৬৭, তাহির ৩/৯৮)।
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংস ৫১৭/১০ (পিটারসেন ২৬, স্মিথ ২৩৪, এলগার ২৩, ডি ভিলিয়ার্স ১৬৪; আজমল ৬/১৫১)।
ফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯২ রানে জয়ী। ম্যাচসেরা : গ্রায়েম স্মিথ।
সিরিজসেরা : এবি ডি ভিলিয়ার্স।
সিরিজ : দুই ম্যাচ সিরিজ ১-১-এ ড্র।
http://youtu.be/dwjsQzulvEk
Discussion about this post