ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কার্ডিফ থেকে এখন লন্ডনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই ২ জুন বিশ্বকাপ মিশন শুরু হবে মাশরাফি বিন মর্তুজাদের। শুরুতেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই লড়াইয়ে আগে চোটে পড়েছেন মাশরাফি-মুস্তাফিজ-রুবেলরা। তবে এনিয়ে চিন্তিত নয় দল।
কার্ডিফের হোটেল পার্ক প্লাজার লবিতে দলে ক্রিকেটার মোহাম্মদ মিথুন, ‘আমার ব্যক্তিগত প্রস্তুতির কথা যদি বলেন, সেটা ভালো হয়নি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেছি। ক্রিকেটে এটা হতেই পারে। আর ম্যাচের কথা যদি বলেন, বোলাররা তাদের বোলিং করতে পেরেছে। ব্যাটসম্যানরা যারা উইকেটে টিকে ছিল তাদের ব্যাটিং অনুশীলন ভালো হয়েছে। দুটি ম্যাচই খেলতে পারলে ভালো হতো। সবাই ব্যাটিং করতে পারত। আমার মতো অনেকে নেমেই আউট হয়ে গেছে।’
মিথুনের বিশ্বাস আসল লড়াইয়ে ভাল করবে বাংলাদেশ। বলেন, ‘আমরা এখানে অনেক আগে এসেছি। যে অনুশীলন সেশনগুলো করেছি, সেটা ভালো হয়েছে। এখানকার উইকেট অনেক ভালো। আশা করি মূল পর্বে ভালো হবে। আর একটা প্রস্তুতি ম্যাচ দেখে মানসিকভাবে ধাক্কা খাওয়ার কিছু নেই।’
নতুন করে চোটে পড়েন মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তারপরও অবশ্য ধাক্কা সামলে মাঠে নামার অপেক্ষায় তারা।
Discussion about this post