তিনি যে শুধু টাইগারদেরই নয়, বিশ্ব ক্রিকেটের অনন্য সম্পদ। বল হাতে এমন কিছু তিনি করে দেখিয়েছেন, যা আগে কখনো কেউ পারেনি! অভিষেকের পর থেকেই ঝড় তুলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যদিও ইনজুরি নামের শত্রু গত ৬ মাস তাকে রেখেছে মাঠের বাইরে। তবে ৬ মাসের নৈপুন্যেই পেয়ে গেছেন দারুণ এক সম্মান। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি পেসার। ইতিহাস বলছে-এই প্রথম বাংলাদেশের কোন ক্রিকেটার এমন স্বীকৃতি পেলেন।
আইসিসির ওয়েবসাইটে বৃহস্পতিবার এই খবর প্রকাশিত হয়েছে। ঠিক তখন অবশ্য ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ ফিরেছেন মাঠে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরার অপেক্ষায় কাটার মাস্টার।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত নৈপুন্যের ভিত্তিতে আইসিসি মুস্তাফিজকে সেরা হিসেবে বেছে নিয়েছে। তখন অবশ্য তিনি তিনটি ওয়ানডেতে নেন ৮ উইকেট। সঙ্গে ১০ টি-টুয়েন্টিতে শিকার ১৯ উইকেট।
মুস্তাফিজ লাল-সবুজদের হয়ে ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ১৩ টি-টুয়েন্টিতে নেন ২২টি উইকেট। দুই টেস্টে ৪টি উইকেট তার দখলে। সব মিলিয়ে দারুণ সাফল্যে তিনি সেরা উদীয়মান ক্রিকেটার। এর আগে ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান কাটার মাস্টার।
এমন সাফল্যের পর আইসিসির ওয়েবসাইটে তার অনুভূতি প্রকাশ পেয়েছে। যেখানে দ্য ফিজ বলেছেন, ‘এই অর্জন আমাকে আসছে বছরগুলোতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। সত্যি বলতে কী, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার জিতে দারুণ খুশি আমি।’
Discussion about this post